গকুলনগরে টিএসআর জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

বিশালগড়, ৩০ জানুয়ারি : টিএসআর জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি৷ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সিপাহীজলা জেলার বিশালগড় থানার অধীন গকুলনগর মধ্যপাড়া এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

বাড়ির মালিক তথা টিএসআর জওয়ান সঞ্জয় দেবনাথ জানিয়েছেন, বুধবার রাত আটটা নাগাদ তিনি ডিউটিতে চলে যান৷ তার কিছুক্ষণ পর স্ত্রী ঘরে তালা দিয়ে অন্যত্র চলে যান৷ বৃহস্পতিবার সকালে বাড়িতে এসে দেখতে পান গেইটের তালা ভাঙ্গা৷ ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের দরজা খোলা৷ আলমারি সহ অন্যান্য আসবাবপত্র ছড়ানো ছিটানো৷ দেখতে পান ঘরে রাখা নগদ ষাট হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার গায়েব৷ পরে বিষয়টি জানানো হয় বিশালগড় থানায়৷ পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই সনাক্ত করতে পারেনি যারা এই চুরির ঘটনায় জড়িত৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?