আগরতলায় প্রচুর সংখ্যায় নকল পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত করল এনসিইআরটির টিম

আগরতলা, ৩০ জানুয়ারি : রাজধানী আগরতলা শহরে প্রচুর সংখ্যায় নকল পাঠপুস্তক উদ্ধার করা হয়েছে৷ মূলতঃ এনসিইআরটি টিম এবং পুলিশ যৌথভাবে এই অভিযান চালিয়েছে৷ শহরের দুটি দোকান থেকে এই নকল পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত করা হয়েছে৷ ওই দুটি দোকানের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এনসিইআরটি গুয়াহাটির চীফ বিজনেস ম্যানেজার অমিতাভ কুমার৷

তিনি আগরতলায় অভিযানে নেতৃত্ব দিতে এসে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এনসিইআরটিতে অভিযোগ করা হচ্ছিল যে আগরতলায় নকল পাঠ্যপুস্তক বিক্রি এবং স্কুলে সরবরাহ করা হচ্ছে৷ এই অভিযোগের প্রেক্ষিতে এনসিইআরটি নয়াদিল্লী এবং গুয়াহাটি রিজিওন্যাল অফিস থেকে আধিকারিকদের একটি টিম আগরতলায় আসে৷ শহরের বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালানো হয়েছে৷ প্রায় পঁচিশটি দোকানে অভিযান চালানো হয়েছে৷ এর মধ্যে দুটি দোকানে প্রচুর সংখ্যায় নকল পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়েছে৷

অমিতাভ কুমার জানিয়েছে, কোথা থেকে এই পাঠ্যপুস্তক এখানে আনা হয়েছে, কোথায় প্রিন্ট করা হয়েছে এসব তদন্ত করে দেখা হবে৷ তিনি আরও জানিয়েছেন, ভাল ডিসকাউন্টের ধান্দায় এই নকল বই বাজারে ছাড়া হচ্ছে৷ তাছাড়া বিভিন্ন স্কুলে সরবরাহ করা হচ্ছে৷ একটি বড় চক্র এই নকল বই চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছেন অমিতাভ কুমার৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?