আগরতলা, ৩০ জানুয়ারি : অহিংসার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পথ গোটা বিশ্বকে দেখিয়ে গেছেন মহাত্মা গান্ধী। আর মহাত্মা গান্ধীর এই পথই অনুসরণ করার আহ্বান জানিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বৃহস্পতিবার জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস তথা শহীদ দিবস উদযাপন উপলক্ষে আগরতলায় গান্ধীঘাটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করে এই আহ্বান জানান রাজ্যপাল।
বৃহস্পতিবার গোটা দেশে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস তথা শহীদ দিবস পালিত হচ্ছে। সারা দেশের সাথে ত্রিপুরাও এই দিনটি পালন করা হচ্ছে। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পন করে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশের অনুষ্ঠান সেরে রাজ্যপাল যান গান্ধী ঘাটে। সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল। এদিন গান্ধীঘাটে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু জানান, হিংসাকে অহিংসা দিয়ে জয় করে এগিয়ে যাওয়া যায়। গোটা বিশ্বকে এই পথ দেখিয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধী। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রদর্শিত অহিংসার পথে দেশবাসীকে এগিয়ে চলার জন্য আহ্বান জানান রাজ্যপাল।