কদমতলা, ৩০ জানুয়ারি : পাচারকালে চেরাই কাঠ বোঝাই গাড়ি আটক করেছে বন দপ্তরের কর্মীরা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলায়। তবে পাচারকারীদের আটক করতে পারেনি বনকর্মীরা।
জানা গিয়েছে, বুধবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকায় বিপুল পরিমাণ চেরাই কাঠ এনে মজুত করা হবে। সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ এসডিএফও অশোক কুমার, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ বন দপ্তরের বিশাল বাহিনী নিয়ে কদমতলা -ধর্মনগর সড়কের উপর উৎ পেতে বসে থাকেন। রাত আনুমানিক পৌণে বারোটা নাগাদ টিআর০১এক্স১৯০২ নম্বরের একটি এসএমএল ট্রাক দ্রুত গতিতে কদমতলার অভিমুখে আসলে বন কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করেন।
পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক রাস্তা বদল করে
বরগোল-মহেশপুর সড়কে যেতে চাইলে রাস্তার কারণে যেতে পারেনি। অবশেষে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে তল্লাশি চালিয়ে একশ ফুট চেরাই কাঠ উদ্ধার করে। সাথে আটক করা হয় গাড়িটি।
এসডিএফও অশোক কুমার জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান। তবে কাউকে আটক করা যায়নি। মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অপরদিকে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস জানান, উদ্ধারকৃত বিভিন্ন সাইজের চেরাই কাঠের বাজারমূল্য আড়াই লক্ষাধিক টাকা।