ষোড়শ অর্থ কমিশনের সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ও আধিকারিকরা

আগরতলা, ৩০ জানুয়ারি : ত্রিপুরা সফররত ষোড়শ অর্থ কমিশনের সাথে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে ত্রিপুরা সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগড়িয়ার হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, বন মন্ত্রী অনিমেষ দেববর্মা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। তাছাড়া মুখ্যসচিব জে কে সিনহা, অর্থ সচিব অপূর্ব রায়, সচিব অভিষেক সিং, সচিব কিরণ গিত্যে, সচিব ব্রিজেশ পান্ডে এবং মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে ১২ সদস্যদের এক প্রতিনিধিদল বুধবার আগরতলায় আসেন। প্রতিনিধিদলে রয়েছেন অর্থকমিশনের সদস্য এ এন ঝা, এনি জর্জ মেথিউ, ড. মনোজ পান্ডা, সোম্যকান্তি ঘোষ, কমিশনের সচিব হৃত্বিক পান্ডে, যুগ্ম সচিব রাহুল জৈন, অধিকর্তা কে বালাজি, যুগ্ম অধিকর্তা কুমার বিবেক, উপঅধিকর্তা সন্দীপ কুমার, পিপিএস মীনা মহেন্দু এবং ক্যাশিয়ার রাজেশ কুমার শর্মা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?