আগরতলা, ২৫ জানুয়ারি : ২০১১ সাল থেকে ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করে চলছে নির্বাচন কমিশন। সেই অনুসারে শনিবার সারা দেশে ভোটার দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে আগরতলায় রাজভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, সচিব উত্তম কুমার চাকমা, পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে ২৯ জন নতুন ভোটারের হাতে ভোটার আই কার্ড তুলে দেওয়া হয়
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন, ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে জাতীয় নির্বাচন কমিশন। এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব ছিল ।জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল প্রায় ১০০ কোটি। সেই আবহে এবছর জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে। তিনি জানান, এবছরের জাতীয় ভোটার দিবস উদযাপনের থিম হল ভোটের মতো কিছুই নয়। নির্বাচন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ একান্ত কাম্য বলে জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।