যুব শক্তির কর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম স্টার্টআপ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ জানুয়ারি : যুব শক্তির কর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম হল স্টার্টআপ। শুক্রবার আগরতলায় প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টার্টআপ পলিসি ২০২৪ এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিত সিংহ রায়, মুখ্য সচিব জে কে সিনহা সহ দপ্তরের সচিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ত্রিপুরা স্টার্টআপ পলিসি ২০২৪ এর সূচনা করেন। এই উপলক্ষে তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব জে কে সিনহা, দপ্তরের সচিব ও অধিকর্তা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাখ্যায় যুবসমাজ দেশের শ্রেষ্ঠ মানব সম্পদ। দেশের জনসংখ্যার ৬২ থেকে ৬৫ শতাংশ যুবক। এই যুবসমাজকে কর্ম উদ্যোগী করে তোলার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হল স্টার্ট আপ পলিসি। মুখ্যমন্ত্রী আরও বলেন, নতুন এই স্টার্টআপ পলিসির মাধ্যমে রাজ্যের প্রায় ১ লক্ষ ২৫ হাজার যুবক উপকৃত হবেন। বিশেষ করে আদিবাসী এলাকার মহিলা ও যুবসমাজকে এই স্টার্টআপ নীতির মাধ্যমে স্বাবলম্বী করে তোলার প্রয়াস গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, যুব সমাজের সার্বিক স্বার্থেই এই নতুন প্রকল্প।

প্রসঙ্গত, রাজ্যের একটি স্টার্টআপ পলিসি ছিল। এই নীতির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় নতুন একটি নীতি গ্রহণ করতে হয়েছে। এই নতুন স্টার্ট আপ পলিসির মাধ্যমে শুধুমাত্র তথ্য প্রযুক্তি দপ্তরই নয়, রাজ্য সরকারের অন্যান্য দপ্তরগুলিকেও যুক্ত করা হবে। নতুন এই স্টার্টআপ নীতির জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?