আগরতলা, ২৩ জানুয়ারি : দেশবাসীর কাছে প্রেরণা স্বরূপ নেতাজী সুভাষচন্দ্র বসু। বৃহস্পতিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর দাবি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই বীর বিপ্লবীকে যোগ্য সম্মান প্রদান করেছেন।
নেতাজী সুভাসচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মত এবারও মূল অনুষ্ঠানটি হয় আগরতলায় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে। এই বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শুভযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে মহান পুরোধা নেতৃত্ব ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। দেশ মাতৃকার পরাধীনতার শৃংখল মোচনে তাঁর ভূমিকা আজও আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান সময়েও দেশবাসী এবং দেশের যুবসমাজের কাছে অনুপ্রেরণা স্বরূপ নেতাজী সুভাষচন্দ্র বসু।
মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনকে নতুন দিশা দেখিয়েছিলেন নেতাজী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছুটা চাপে পড়েছিল ব্রিটিশরা। আর এই মুখ্য মুহূর্তটিকেই দেশের স্বাধীনতা অর্জনের জন্য সঠিকভাবে কাজে লাগিয়েছেন নেতাজী। জাপানে গিয়ে সেখানকার সামরিক বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পেয়ে ইংরেজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন ঘোষণা করেছিলেন তিনি। শুধু তাই নয় তাঁর আজাদ হিন্দ বাহিনী মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন এই বীর স্বাধীনতা সংগ্রামীকে দেশের পূর্বতন সরকার সঠিকভাবে মর্যাদা দিতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি সঠিক মর্যাদা প্রদর্শন করেছেন।