তেলিয়ামুড়া, ১৯ জানুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে গাঁজা সহ আটক করেছে। ধৃত ব্যক্তির নাম গোপাল নাথ ভৌমিক। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে গাঁজা চাষ করা সহ গাঁজার কারবার চালিয়ে যাওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সাথে তিন কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ ডিসিএম তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হরিপদ সরকার ও মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনকে পাশে রেখে দাবি করেছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান করা হয়েছে। আটক গোপাল নাথ ভৌমিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকা সূত্রে জানা গেছে প্রায় এক দশকের বেশি সময় ধরে গোপাল নাথ ভৌমিক গাঁজা চাষ করার পাশাপাশি নিজ বাড়িতেই গাঁজা সেবনের আসর বসান।