তেলিয়ামুড়া, ১৯ জানুয়ারি : মহকুমা ভিত্তিক ককবরক দিবস উদযাপন উপলক্ষে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটস্থিত কমিউনিটি হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মহকুমা শাসক পরিমল মজুমদার, স্ব-শাসিত জেলা পরিষদের সদস্য বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্যরা।
ককবরক দিবস উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় চত্বর থেকে রেলি অনুষ্ঠিত হয়। রেলিটি অসম-আগরতলা জাতীয় সড়কে দীর্ঘ পথ অতিক্রম করে চাকমাঘাট কমিউনিটি হল প্রাঙ্গনে পৌঁছায়। পরে হলগৃহে মূল অনুষ্ঠানটি হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জাতি জনজাতি মানুষদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। তিন শতাধিক জনজাতি মহিলাদের মধ্যে জনজাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় সূতা বিতরণ করা হয়। মন্ত্রী বিকাশ দেববর্মার বিধায়ক এলকা উন্নয়ন তহবিল থেকে মিউজিক ড্রাম সেট ও কীর্তনীয়া বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। জাতি জনজাতি অংশের দশজনকে স্বাবলম্বী করার জন্য ‘নখায়ুন’ সামাজিক সংস্থার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য সার্বিক উন্নতি করা। আগামীদিন জাতি জনজাতি সকল অংশের মানুষদের সরকারিভাবে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করে চলেছেন। তাছাড়া তিনি জানান, জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে বসবাসকারী জনগণের আর্থ-সামাজিক মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।