আগরতলা, ১৭ জানুয়ারি : পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা নিয়ে শুক্রবার আগরতলায় বড়দোয়ালি বিদ্যুৎ নিগমের অফিসে নথিভুক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এই শিবিরে প্রচুর সংখ্যক গ্রাহক তাদের নাম নথিভুক্ত করেন।
সৌর বিদ্যুৎ পরিষেবা চালু করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা নামে একটি পরিকল্পনা গ্রহণ করেছেন।এই পরিকল্পনার অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে নাম নথিভুক্তকরণের শিবির অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বড়দোয়ালি বিদ্যুৎ নিগমের অফিসে এই ধরনের পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার নাম নথিভুক্তকরণের শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধায়িকা অন্তরা দেব সরকার, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা।
এই শিবির প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার নাম নথিভুক্তকরণের শিবির বিভিন্ন ওয়ার্ড এবং ব্লকে ব্লকে অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ নিগমের আধিকারিকরা এই শিবিরগুলিতে থাকবেন। পাশাপাশি যারা সোলার প্লেট প্রতিস্থাপন করবে সেই সংস্থার আধিকারিকরাও শিবিরে থাকবেন। নাম নথিভুক্তকরণের শিবিরে গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কের কর্মীরা থাকবেন। বিদ্যুৎমন্ত্রী জানান, এই যোজনার জন্য ব্যাঙ্ক থেকে ৭ শতাংশ হারে লোন দেওয়া হবে।
প্রসঙ্গত, পিএম সূর্য ঘর মুফত যোজনায় বাড়ি ঘরে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্লেট প্রতিস্থাপন করতে প্রায় ৭২ হাজার টাকার প্রয়োজন। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার থেকে তেত্রিশ হাজার টাকা ভর্তুকি পাওয়া যাবে। কেউ যদি দুই কিলোওয়াট বিদ্যুতের জন্য সোলার প্লেট বসান, তবে তিনি 66 হাজার টাকা ভর্তুকি পাবেন। এই ভর্তুকির মেয়াদ ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত রয়েছে। শুক্রবার বড়দোয়ালি বিদ্যুৎ নিগমের অফিসে আয়োজিত এই বিশেষ শিবিরে প্রচুর সংখ্যক গ্রাহক তাদের নাম নথিভুক্ত করেন।