আগরতলা, ১৭ জানুয়ারি : নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে ঐতিহ্য বজায় রেখে আগরতলায় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে বর্ণময় আয়োজন করছে। প্রতিবছরের মত এবারও নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন। প্রস্তুতি পর্ব এবং উদযাপন উপলক্ষ্যে শুক্রবার সাংবাদিক সম্মেলনে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, ঐতিহ্য বজায় রেখে এবারও বিদ্যালয়ের তরফে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হবে৷ সে উপলক্ষ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷
এদিন তিনি বলেন, ২৩ জানুয়ারি সকাল ৮টায় বিদ্যানিকেতনের মাঠে ছাত্রছাত্রীরা জমায়েত হবে৷ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা অনুষ্ঠানের উদ্বোধন করবেন৷ এবছর তৃতীয় শ্রেণি থেকে শুরু করে একাদশ শ্রেণি পর্যন্ত ২৬টি থিম তৈরী করা হয়েছে। যেহেতু সামনেই দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের পরীক্ষা তাই তারা কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। তারা শুধু ভলেন্টিয়ার হিসেবে থাকবে। কিন্তু দশম শ্রেণির ছাত্রীরা শঙ্খবাহিনীতে যোগ দেবে।
তাছাড়া, ওই বর্ণময় আয়োজনকে ঘিরে কোন বিশৃঙ্খলার পরিবেশ যাতে তৈরী না হয় তার জন্য আরক্ষা দপ্তর থেকে সাহায্যে চাওয়া হয়েছে। আরক্ষা দপ্তর থেকে সাহায্যের আশ্বাস মিলেছে। এদিন তিনি জানান, ১৯৫০ সাল থেকে প্রতিবছর নেতাজী জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে৷ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা ছাড়াও এনজিও, বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবলুতে অংশগ্রহণ করে৷ এবছর এখন পর্যন্ত অনেকটি শিক্ষা প্রতিষ্ঠান ট্যাবলুতে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছে৷