আমবাসা, ১৭ জানুয়ারি : সংবিধান দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ধলাই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সংবিধান গৌরব অভিযান অনুষ্ঠিত হয়। সংবিধান গৌরব অভিযান উপলক্ষে বিজেপির ধলাই জেলার কার্যালয় থেকে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বিজেপি ধলাই জেলা কার্যালয় থেকে শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা বাজারের শিবশম্ভু কালী মন্দিরের সম্মুখে এক সভায় মিলিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস। উপস্থিত ছিলেন বিজেপির ধলাই জেলা কমিটির সম্পাদক পতিরাম ত্রিপুরা, সহ-সভাপতি শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর, আশিস ভট্টাচার্য, কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্য নেতৃত্বরা।
বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস বলেন, বিজেপি দেশব্যাপী সংবিধান গৌরব দিবস উদযাপন করছে। স্বাধীনতার ইতিহাসের কথাগুলি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তবেই দেশের অখন্ডতা, দেশের ইতিহাস যুগ যুগান্তর ধরে সবার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। সেই ইতিহাস সেই অতীত আমাদের সকলের মনে রাখা উচিত। আর তার জন্যই বিজেপির সংবিধান গৌরব দিবস পালনের কর্মসূচী।