কদমতলা, ১১ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় আশি হাজার টাকার চেরাই কাঠ উদ্ধার করলেন বন দপ্তরের কর্মীরা। তবে কাঠ মজুত রাখার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অধীন রাণীবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডের দক্ষিণ পিয়ারিছড়া এলাকার বাসিন্দা আব্দুল সাত্তারের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার কর হয় অবৈধভাবে মজুত রাখা প্রায় সত্তর সিএফটি কাঠ। জানা গেছে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের গোপন তথ্যের উপর চলে এই অভিযান। এই মর্মে ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, অবৈধভাবে মজুত রাখা বিভিন্ন সাইজের চেরাই কাঠ উদ্ধার করা হয়েছে। তবে বাড়ি মালিককে আটক করা যায়নি। বন দপ্তরের আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ।