শাম্তিরবাজার, ৮ জানুয়ারি : রেল লাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার মহানন্দ বৈষ্ণব পাড়ায়। মৃত ব্যক্তির নাম দীপল দেবনাথ। প্রাথমিকভাবে ধারণা রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
জানা গিয়েছে, গোমতী জেলার উদয়পুর মহকুমার রাজারবাগ এলাকার বাসিন্দা দীপল দেবনাথ দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার মহানন্দ বৈষ্ণব পাড়ায় মেয়ের বাড়ীতে বেরাতে আসেন। মহানন্দ বৈষ্ণব পাড়ার রেলব্রীজ সংলগ্ন এলাকায় তাঁর মেয়ের বাড়ী। বুধবার রেললাইনের পাশে আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। আগরতলা থেকে সাব্রুমগামী রেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
দীপল দেবনাথকে এইভাবে রেল লাইনের পাশে পড়ো থাকতে দেখে শান্তিরবাজারের দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা দীপল দেবনাথকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীপল দেবনাথকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহ শান্তিরবাজার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রাতঃভ্রমণে বের হয়ে ঘন কুয়াশার ফলে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে দীপল দেবনাথের। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে।