আগরতলা, ৬ জানুয়ারি : নেশা কারবারীর বিরুদ্ধে আইনগতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আগরতলা শহরের আমতলি থানায় ডেপুটেশন দিলেন এলাকাবাসী।
জানা গিয়েছে, আমতলি থানার অন্তর্গত মধ্য চারিপাড়া শচিন্দ্রলাল এলাকার জাহানারা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে নেশা সামগ্রী বিক্রি করে এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। স্থানীয়রা নেশা সামগ্রীর ব্যবসা বন্ধ করতে জাহানারা বেগমকে বাধা দিয়ে আসছিলেন। কিন্তু এলাকাবাসীর কথা কোনভাবেই মানছিলেন না নেশা কারবারি জাহানারা বেগম।
অবশেষে সোমবার মধ্য চারিপাড়া শচীন্দ্র লাল এলাকার মহিলারা একত্রিত হয়ে আমতলি থানায় ডেপুটেশন দিয়েছেন। এই ডেপুটেশনের মাধ্যমে এলাকার মহিলারা জাহানারা বেগমের দীর্ঘদিনের নেশা সামগ্রীর ব্যবসা বন্ধ করতে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।