চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যাওয়ার প্রবণতা কমেছে : ক্রীড়ামন্ত্রী টিংকু রায়

কমলপুর, ৪ জানুয়ারি : ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নতি হয়েছে। একটা সময় আমাদের রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য বহিঃরাজ্যে যেতে হতো। এখন এই প্রবণতা অনেকটাই কমেছে। শনিবার ধলাই জেলার দুর্গাচৌমুহনী ব্লক প্রাঙ্গণে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথাগুলি বলেন।

অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় গরীব মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। আমাদের রাজ্যের যুবক যুবতীরা উৎসবের মেজাজে রক্তদান করছে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী সমাজসেবী, ক্লাব, সামাজিক সংস্থা, ব্যবসায়ী সমিতি প্রভৃতি সংগঠনগুলিকে রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক স্বপ্না দাস পাল, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোধ প্রমুখ। প্রসঙ্গত, মেগা রক্তদান শিবিরে ১৭৪ জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?