আগরতলা, ৪ জানুয়ারি : ত্রিপুরার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস পালন করল প্রদেশ কংগ্রেস। শনিবার সকালে এই উপলক্ষে আগরতলায় কংগ্রেস ভবনে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার ছিলেন রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষের জননেতা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই উপলক্ষে কংগ্রেস ভবনে শনিবার সকালে কংগ্রেস নেতৃবৃন্দ প্রয়াত জননেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার ছিলেন রাজ্যের জাতি এবং উপজাতি উভয় অংশের মানুষের জননেতা। তাঁর প্রশাসনিক দক্ষতা রাজ্যবাসী আজীবন মনে রাখবেন। রাজ্যের বয়ষোত্তীর্ণ বেকারদের জন্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর বিভিন্ন জনদরদী সিদ্ধান্ত এবং কর্মচারীদের জন্য পদক্ষেপগুলি ছিল উল্লেখযোগ্য। আজীবন তিনি জাতি এবং উপজাতির মধ্যে মৈত্রী বন্ধন তৈরি করে গেছেন। রাজ্যের উভয় অংশের জনগণের মধ্যে শান্তি সম্প্রীতি এবং প্রগতি স্থাপনই ছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধী রঞ্জন মজুমদারের মূল লক্ষ্য।
এদিন রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমায় কংগ্রেস কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ বার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করেছেন।