মোহনপুর, ৪ জানুয়ারি : আবারও পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত তালতলা বিনোদিনী চা বাগান সংলগ্ন এলাকায় টিআর০১এজি১৮৬৬ নম্বরের গাড়ি থেকে চোরাই কাঠ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি গাড়ি চালক তথা কাঠের মালিক। গাড়ির পেছনে নেই নম্বর প্লেট। এই গাড়ি যদি ধাক্কা দিয়ে পালিয়ে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে না।
জানা যায়, গাড়িটি শুধু চোরাই কাঠ চালানের জন্য ব্যবহার করা হয়।কাঠের মালিক বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া গ্রামের রুবেল সরকার। বামুটিয়া পুলিশ ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া জানান, এএসআই দীপক দাস গোপন সংবাদের ভিত্তিতে এই নম্বর প্লেট বিহীন অবৈধ চেরাই কাঠ বোঝাই গাড়ি আটক করতে সক্ষম হন। পরবর্তী সময় আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান ওসি।