তেলিয়ামুড়া, ২৯ ডিসেম্বর : আগরতলা থেকে ধর্মনগরগামী রেলের ধাক্কায় গুরুতর আহত বুনো হাতি। রেলের ধাক্কায় হাতির কোমর এবং পেছনের দুটি পায়ে গুরুতর আঘাত লাগে। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন লক্ষ্মীপুর এডিসি ভিলেজের চামপ্লাই এলাকায় রেল লাইনে।
জানা গিয়েছে, আগরতলা থেকে ধর্মনগরগামী রেল তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন লক্ষ্মীপুর এডিসি ভিলেজের চামপ্লাই এলাকায় রেল লাইন পারাপারের সময় একটি বুনো হাতিকে ধাক্কা দেয়। এতে ওই হাতি তথা লোকমুখে যে কিনা “টিউমার”- নামে পরিচিত সে কোমরে এবং পেছনের দুটি পায়ে গুরুতর আঘাত পায়। দীর্ঘক্ষন রেল লাইনের পাশে পড়ে ছটফট করতে থাকে এই বুনো হাতিটি। পরে স্থানীয় লোকজন বন দপ্তরে খবর পাঠায়। সাথে সাথেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তাছাড়া খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, মূলত যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকায় প্রায়শই হাতি রেল লাইন অতিক্রম করে। তাই ওই এলাকা দিয়ে রেল চালানোর সময় গতিবেগ কমানোর নির্দেশিকা দেওয়া আছে। কিন্তু ওই রেলের চালক গতিবেগ কমায়নি। তাছাড়া হাতিটিকে আঘাত করার পর রেলওয়ের তরফ থেকে বন দপ্তরকে বিষয়টি জানানো হয়নি। রেলওেয়ের এই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বন দপ্তরের ওই আধিকারিক জানিয়েছেন, যে হাতিটিকে আঘাত করা হয়েছে সেটি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জের সবচেয়ে বড় হাতি। পশু চিকিৎসকদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে হাতিটিকে।