গন্ডাছড়া, ২৬ ডিসেম্বর : যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক। দুর্ঘটনাটি ঘটেছে ডুম্বুরের নারকেল কুঞ্জের পার্শ্ববর্তী কুড়াইল্যাছড়ি এলাকায়। দুর্ঘটনায় গাড়িটি একেবারে ধুমরেমুচড়ে যায়। গুরতর আহত হয় দুই যুবক। আহত দুই যুবককে সঙ্গে সঙ্গেই রইস্যাবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, জাঁকিয়ে বসছে শীত। ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্রে বনভোজনের ধুম। বাদ যাচ্ছে না রাজ্যের বৃহত্তর জলাধার ডুম্বুর জলাশয়ের নারকেল কুঞ্জও। শীত মরশুমের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত ও বহিঃরাজ্য থেকে পর্যটকরা ভীড় করছেন নারকেল কুঞ্জে। গত বছরে শীত মরশুমে নারকেল কুঞ্জে আসা যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের বাইক, অটো সহ যানবসহনের প্রায় সতেরোটি দুর্ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে ছিল অনেকেই। এবারো শীত মরশুমে বনভোজন এবং নারকেল কুঞ্জের সৌন্দর্য উপভোগ করতে এসে দুই যুবক দামি গাড়ী নিয়ে সোজা খাদে চলে যায়। এতে দুজনেই গুরুতর আহত হয়েছেন।