আগরতলা, ২৬ ডিসেম্বর (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক সফল আশা কর্মীদের সংবর্ধনা দিল জেলা স্বাস্থ ও পরিবার কল্যাণ দপ্তর। বৃহস্পতিবার আই জি এম হাসপাতালের নার্সিং কলেজের সেমিনার হলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ জেলা স্বাস্থ দপ্তরের আধিকারিকরা।
আশা কর্মীদের কাজের নিরিখে বাছাই করে দেওয়া হয় সংবর্ধনা। এর মূল উদ্দেশ্য তাঁদেরকে কাজে উৎসাহিত করা। মেয়র তাঁর বক্তব্যে আশা কর্মীদের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে স্বাস্থ পরিষেবা অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া। আর তা করেন আশা কর্মীরা। গর্ভবতী মহিলা ও শিশুদের স্বাস্থ পরিষেবা পৌঁছে দিতে তাঁদের বিশেষ অবদান রয়েছে। এদিন জেলার ৫ জন আশা কর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। সারা রাজ্যে প্রায় ৯ হাজার আশা কর্মী রয়েছেন বলে জানান মেয়র। জাতি, জনজাতি , সংখ্যালঘু সব অংশ থেকেই আশা কর্মীদের বাছাই করে সংবর্ধনা দেওয়া হয়েছে।