আগরতলা, ২৫ ডিসেম্বর : আগরতলা শহরের জিবি বাজার থেকে বণিক্য চৌমুহনি পর্যন্ত রুটে অটোর পারমিট প্রদানে দুর্নীতির অভিযোগে বুধবার প্রচুর সংখ্যায় অটো চালক বিক্ষোভ প্রদর্শন করেছেন।
অটো চালকরা পরিবহন দফতরের অবৈধ পারমিট ইস্যু করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পরিবহন দপ্তর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই পারমিট দিচ্ছে। যার ফলে রুটে অটো অত্যধিক সংখ্যায় বেড়েছে। তাদের উপার্জনে মারাত্মকভাবে প্রভাব পড়ছে।
বাবুল মিয়া নামে একজন অটো চালক বলেন, যতদূর আমরা জানি আগরতলা পুর এলাকায় বহু বছর ধরে অটোর পারমিট দেওয়া বন্ধ রয়েছে। কিন্তু আমরা মঙ্গলবার পরিবহন অফিসে গিয়ে জানতে পারি শহরের বাইরে চন্দ্রপুর-আনন্দনগরের মত রুটে চলাচলের অনুমতিপ্রাপ্ত অন্তত ২৪টি অটো জিবি থেকে বণিক্য চৌমুহনি রোড পর্যন্ত তাদের পারমিট পরিবর্তন করেছে। আন্দোলনকারীরা আরও বলেন, দপ্তর কোন সার্কুলার জারি না করেই এই রুট পরিবর্তনগুলি বেআইনিভাবে করেছে।