বক্সনগর, ২৬ ডিসেম্বর : বৃহস্পতিবার সিপিআইএম কাঁঠালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবিতে মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। বিকেলে কাঁঠালিয়া সিপিআইএম দলীয় অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মিছিল। দলীয় পতাকা হাতে নিয়ে সোনামুড়া- বিলোনিয়া সড়ক হয়ে বাজার এলাকা পেরিয়ে ফরেস্ট অফিস পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। এরপর বাজার এলাকা পরিক্রমা করে মিছিলটি শেষ হয়।
সভায় উপস্থিত ছিলেন শত শত নারী-পুরুষ। সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী। এছাড়া বক্তব্য রাখেন সিপিআইএম কাঁঠালিয়া অঞ্চল সম্পাদক কৌশিক চন্দ। সভাপতিত্ব করেন বিষ্ণু ত্রিপুরা ও সুভাষ দেব।
বক্তারা বিজেপি পরিচালিত রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন। শ্যামল চক্রবর্তী বলেন, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি, তোলাবাজি, ভোট ডাকাতি এবং নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে। জনগণকে বিজেপি বিরোধী আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, মানুষ এখন সজাগ এবং বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি আর চলবে না। মানুষ সত্যিকারের পরিবর্তন চাইছে।