বিশ্রামগঞ্জ, ২৪ ডিসেম্বর : দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু। বিশ্রামগঞ্জ থানায় নিহতদের অভিভাবক সহ তিপ্রা মথার নেতৃত্ব। ঘাতক গাড়ি চিহ্নিত করে চালককে গ্রেফতারের দাবি জানান তারা।
একই বাইকে তিন যুবকের মৃত্যু। ঘাতক গাড়ির চালককে আটক করা এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার দাবিতে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান করেন তিপ্রা মথা দল সহ নিহত তিন যুবকের পরিবারের সদস্য ও গ্রামবাসী।
জানা গিয়েছে, ২১ ডিসেম্বর রাতে ত্রিং উৎসব সেরে বাড়ি ফেরার পথে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকায় দ্রুতগতির একটি গাড়ি বাইকে ধাক্কা দেয়। বাইকে থাকা রংমালা এডিসি ভিলেজের একই গ্রামের তিন যুবক বয়ার দেববর্মা, মনোজ দেববর্মা, সালকা দেববর্মার মৃত্যু হয়। কিন্তু ঘন কুয়াশায় সেদিন রাতে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটি।
ঘাতক গাড়িটি আটক করা ও নিহত তিন যুবকের পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদানের দাবিতে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান করেন তিপ্রা মথা দল। ডেপুটেশনে ছিলেন তিপ্রা মথার চড়িলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা সহ অন্যান্যরা কর্মীরা। ঘাতক গাড়িটি আটক করতে না পারলে আন্দোলন নামবে তিপ্রা মথা দল।