আগরতলা, ২৩ ডিসেম্বর : আজকের ছাত্রছাত্রীরা আগামীদিনে উন্নত দেশ গড়ার কারিগর। জীবনের লক্ষ্য গড়ার পাশাপাশি সমাজ, রাজ্য ও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজীব ভট্টাচার্য।
সোমবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বীর বিক্রম মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা।
এদিন প্রদীপ জ্বালিয়ে অতিথিরা নবীন বরণ অনুষ্ঠানের সূচনা করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, জীবনের একটা বিশাল সময় আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কাটাই। তাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, শিক্ষা প্রতিষ্ঠানের গুরুজনদের সম্মান প্রদর্শন এগুলি আমাদের নৈতিকতার মধ্যে পড়ে। এই নৈতিকতা রক্ষা করাই আমাদের পরম্পরা।
তিনি আরো জানান, পরিশ্রমের ফল সুখকর হয়। ছাত্রছাত্রীরা পরিশ্রমের মধ্য দিয়েই আজ এই জায়গায় এসেছে। আগামী দিনে তাদের জীবনের লক্ষ্য তৈরি করার সময় এখন। তিনি আরো জানান, লক্ষ্য তৈরীর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। সমাজকে যারা কলুষিত করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।তবেই আমরা সুস্থ সমাজ, সুস্থ রাজ্য এবং সুস্থ রাষ্ট্র গঠন করতে সক্ষম হব।
নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, এই দিনটি নবীন বিদ্যার্থীদের কাছে আনন্দের দিন। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যেখানে বোঝাপড়া থাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মহল ভালো হয়। তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের নতুনরা সিনিয়রদের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিনের পথে এগিয়ে যাবেন। সুস্থ সমাজ এবং রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করবেন।
নবীন বরণ উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বীজ বিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।