বিলোনিয়া, ২১ ডিসেম্বর : অচলাবস্থা সৃষ্টি হয়েছে রেগার কাজে। ঠিক ভাবে কাজ হচ্ছে না। সময়মত মজুরিও পাচ্ছেন না ওমেন মেট পদের কর্মীরা। যে রেগাকে ভরসা করে গ্ৰামের মানুষের জীবন জীবিকার মান নির্ভর করত আজ তা সংকটময় পরিস্থিতিতে।
আর্থিক সংকটে ভুগছেন রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীরা। সংসার প্রতিপালনের ক্ষেত্রে হিমসিম খেতে হচ্ছে তাদের। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জেলা সভাধিপতি থেকে শুরু করে জেলাশাসকের দ্বারস্থ হল রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীরা। শনিবার দক্ষিণ জেলার আটটি ব্লকের রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীরা দক্ষিণ জেলা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানান, সেমি স্কিল কর্মী হিসেবে মজুরি না দিয়ে অন্যান্য স্থায়ী ও অস্থায়ী কর্মীদের মতো মাসিক বেতন প্রদান করতে হবে। দক্ষিণ জেলার আটটি ব্লকের গ্ৰাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলে রেগা প্রকল্পে নিযুক্ত রেগা মহিলা মেটের পক্ষ থেকে পাঁচ জনের প্রতিনিধি দল দাবি সনদ তুলে দিয়েঋেন দক্ষিণ জেলা শাসক স্মিতা মল এম এসের কাছে।
রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ জেলা ভারতীয় মজদুর সংঘ। এদিন রেগা ওমেন মেট পদে নিযুক্ত কর্মী মাধুরী ত্রিপুরা, উমা ভৌমিক সহ পাঁচ জনের প্রতিনিধি দলের সাথে মজদুর সংঘের রাজ্য কমিটির সদস্য শিবতোষ মজুমদারও দেখা করেন জেলা শাসকের সাথে। দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর জেলা শাসক এই দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বাস দেন।