শান্তিরবাজার, ২১ ডিসেম্বর : দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক খাদে। চালকসহ বাইকে থাকা আরোহী গুরুতর আহত। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায়।
জানা গিয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় অন্তর্গত বীরচন্দ্র মনুর সাপ্তাহিক হাটবার ছিল শনিবার। এই সাপ্তাহিক বাজারে বিভিন্ন প্রান্ত থেকে আসে ক্রেতা বিক্রেতা। রুপেশ ত্রিপুরা তৈবান্দাল থেকে বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার আসেন। পরবর্তী সময়ে বাজার থেকে তৈবান্দালে বাড়িতে ফিরে যাওয়ার সময় দ্রুত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বীরচন্দ্র মনু লাচিকেম সংলগ্নে ৮ নং জাতীয় সড়কে বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক এবং আরোহী। উভয় গুরুতর আহত হন।
জানা গিয়েছে, বাইক চালক রুপেশ ত্রিপুরার পা ভেঙ্গে যায় এবং গুরুতর আহত হয়। পাশাপাশি বাইকে থাকা আরোহীও অল্প বিস্তার আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান মন পাথর থানার ওসি জয়ন্ত দাস। খবর দেন শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরকে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে আহত দুজনকে শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে নিয়ে যায়।