গন্ডাছড়া, ২১ ডিসেম্বর : শনিবারও একটি মারাত্মক দুর্ঘটনা ঘটল গন্ডাছড়ার নারায়ণপুর চৌমুহনি এলাকায়। এতে চালক সহ আহত হয় তিনজন।
জানা গিয়েছে, শনিবার গন্ডাছড়া মহকুমার জয়রাম পাড়ার জনৈক ব্যক্তি নতুন ক্রয় করা একটি স্কুটিতে নিজের মেয়ে এবং ছেলেকে নিয়ে কবিগুরু স্মৃতি বিদ্যালয়ে আসার পথে স্কুটিটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ফলে স্কুটিতে থাকা তিনজনই গুরতর আহত হয়। এগিয়ে আসেন সাধারণ লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পৌঁছে গন্ডাছড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহতদের চিকিৎসা চলছে গন্ডাছড়া হাসপাতালে।