আগরতলা, ২১ ডিসেম্বর : ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালনের পরামর্শ দিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শনিবার এমবিবি কলেজের এনএসএস ইউনিটের সাত দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে ছাত্রছাত্রীদের এই পরামর্শ দেন মেয়র।
ছাত্র-ছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অবহিত করা এবং তাদের মধ্যে সমাজের হিতে কাজ করার মানসিকতা তৈরি করাই এনএনএসের মূল লক্ষ্য। শনিবার আগরতলায় এমবিবি কলেজের এন.এস.এস ইউনিট আয়োজিত শিবিরের উদ্বোধন করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও এদিন এই শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আইভি চৌধুরী, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত সরকার এবং স্টেট এনএসএস সেলের প্রোগ্রাম অফিসার ডঃ দেবযানী ভট্টাচার্য সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও কলেজের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবীরা।
এদিন এনএসএসের শিবিরে মেয়র আরও বলেন, ১৯৬৯ সালে জাতীয় সেবা প্রকল্প তথা এনএসএসের সূচনা হয়েছিল। পরবর্তীতে ১৯৭৬ সালে ছয়টি মহাবিদ্যালয়ের প্রায় ৬০০জন স্বেচ্ছাসেবীকে নিয়ে রাজ্যেও এনএসএস পথচলা শুরু করে। বর্তমানে রাজ্যে প্রায় ৩৪ হাজারের অধিক স্বেচ্ছাসেবী রয়েছে এবং গোটা রাজ্যে এনএসএসের ৪০২টি ইউনিট কাজ করে চলেছে। সাত দিনব্যাপী আয়োজিত এই শিবিরে ছাত্র-ছাত্রীদের একজন পুর্নাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে শিক্ষা প্রদান করা হবে বলে আশাব্যক্ত করেন মেয়র।
চলতি বছরের আগষ্ট মাসে রাজ্যে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতিতে এমবিবি কলেজের এনএসএস ইউনিটের যেই সমস্ত স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল তাদের মধ্যে থেকে ছয়জন স্বেচ্ছাসেবীকে এদিন সম্মাননা প্রদান করা হয়।