বিলোনিয়া, ২১ ডিসেম্বর : ২১ ডিসেম্বর বিশ্ব ধ্যান দিবস। এই ধ্যান দিবসকে সামনে রেখে দক্ষিণ জেলার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে। আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের উদ্যোগ ও তত্ত্বাবধানে সংস্থার কর্মীরা দক্ষিণ ত্রিপুরা জেলার ৮৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধ্যান শিবির করেন।
দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল, আর্ট অফ লিভিং সংস্থা পরিচালিত ৪৫টি বালবিদ্যা কেন্দ্রে এই শিবির অনুষ্ঠিত হয়েছে। এই ধ্যান শিবিরে জেলার অন্তর্গত বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুল ও ঈশান চন্দ্রনগর স্কুল সহ বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন।
সংস্থার কর্মকর্তারা এই ধ্যান শিবিরের মাধ্যমে বার্তা দিতে চান ধ্যানের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা যায়। প্রতিদিন ধ্যানের মাধ্যমে নিজেকে সুস্থ সবল রাখার একটি পথ। ধ্যান হল নিজেকে ও নিজের মনকে বিশ্রাম দেওয়া। ফলে নিজের মনের মধ্যে নীরবতা ও শান্তি আসে। এর ফলে নিজের মনে ক্লিয়ারিটি ও ক্রিয়েটিভিটি জন্ম নেয়।