আগরতলা, ২০ ডিসেম্বর : ২১ ডিসেম্বর আগরতলার প্রজ্ঞাভবনে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের (এনইসি) প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ। শুক্রবার সন্ধ্যায় বায়ুসেনার বিমানে আগরতলায় এমবিবি বিমানবন্দরে পৌঁছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং কৃতি দেবী দেববর্মন সহ রাজ্য সরকারের পদস্থ অধিকারীকরা।
এদিকে, এই অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এদিন আগরতলায় আসেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। তাছাড়া মিজোরামের রাজ্যপাল ডঃ হরি বাবু কাম্বামপতি, নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন আগরতলায় আসেন। এই দুই রাজ্যের রাজ্যপাল এদিন সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রী সহ রাজ্যপাল ও অন্যান্য আধিকারিকরা শুক্রবার রাতের মধ্যে আগরতলায় পৌঁছার কথা রয়েছে।