আগরতলা, ১৬ ডিসেম্বর : একাত্তরের যুদ্ধে শহীদ বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সোমবার বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানী আগরতলায় এলবার্ট এক্কা স্মৃতি পার্কে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বীর সেনা জওয়ানদের পরিবার-পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্য আধিকারিকরা।
সোমবার ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই দিনে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের ৯০ হাজার সেনা। সারা বিশ্বে এটি একটি সর্বাধিক আত্মসমর্পণের ঘটনা। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে সৃষ্টি হয়েছিল বাংলাদেশের। ১৩ দিনের যুদ্ধ মূলত ছিল ভারত এবং পাকিস্তানের। এই যুদ্ধে ভারতীয় সেনাদের সহযোগিতা করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের জনসাধারণ। যুদ্ধে প্রচুর সংখ্যক ভারতীয় সেনার শহীদের মৃত্যু হয়। পাকিস্তানের সেনাবাহিনীদের ঐতিহাসিক আত্মসমর্পণের এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে ভারত সরকার।
সোমবার এই মহান বিজয় দিবসের বার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর এলবার্ট এক্কা স্মৃতি পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা, সেনাবাহিনীর এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
এদিন অ্যালবার্ট এক্কা পার্কের স্মৃতিসৌধে একাত্তরের যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের প্রতি পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে রাজ্যপাল জানান, একাত্তরের যুদ্ধে ভারতীয় সেনা জওয়ানদের কৃতিত্ব ভুলবে না ভারতবাসী। ভারতীয় সেনা জওয়ানদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের ৯০ হাজার সৈন্য। কোন যুদ্ধে এত বিশাল সংখ্যক সেনার আত্মসমর্পণের ঘটনা নজিরবিহীন। এই দিনে শহীদ সেনাদের পরিবার হরিজনদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছেন তিনি। এদিন শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে বীর শহীদ সেনা জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা।