আগরতলা, ১০ ডিসেম্বর : নর্থইস্ট কাউন্সিল তথা এনইসির প্ল্যানারী সেশনের জন্য আগরতলায় প্রজ্ঞা ভবন এবং উজ্জয়ন্ত প্রসাদে প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী জানান, এই বৈঠকে যোগ দিতে ২০ ডিসেম্বর আগরতলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগামী ২০ ডিসেম্বর থেকে আগরতলায় নর্থ ইস্টার্ন কাউন্সিল বা এনইসি’র প্ল্যানারী সেশন অনুষ্ঠিত হবে। তিন দিন চলবে উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যের এই প্লানিং বডির বৈঠক। এই বৈঠকে যোগ দিতে আগামী ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন এনইসি’র চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠক মূলত প্রজ্ঞা ভবন এবং উজ্জয়ন্ত প্রাসাদে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রজ্ঞা ভবন এবং উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের বিভিন্ন স্থান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট স্থানে বৈঠক করা যাবে কিনা সে বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা জানান, ২০ ডিসেম্বর থেকে আগরতলায় এনইসি’র বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠককে সামনে রেখে বৈঠকের স্থান পরিদর্শন ও প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বৈঠকে গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, বৈঠকে এনইসির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ আরো একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন আটটি রাজ্যের রাজ্যপালরাও।