বক্সনগর, ৯ ডিসেম্বর : সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার পুলিশ প্রায় ৮০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। রবিবার রাতে বিশালগড় হয়ে বক্সনগর আসার পথে লাড়ুবাড়ি চৌমুহনিতে পুলিশ তাদেরকে আটক করে তল্লাশি চালায়। পরে তল্লাশি চালিয়ে তাদের পেটে এবং বুকে গামছা দিয়ে বাধা অবস্থায় ৩৭ হাজার ৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম রফিকুল ইসলাম এবং কবির হোসেন দুজনেই কলমচৌড়া থানার অন্তর্গত মানিক্যনগর এলাকার বাসিন্দা।
কলমচৌড়া থানার ওসি নাড়ুগোপাল দেব জানান, জব্দকৃত মাদকের কালোবাজারির মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। এনডিপিএস আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে বাজেয়াপ্ত করা মাদকগুলি একটি বৃহত্তর পাচার অভিযানের অংশ ছিল। যা মিজোরাম থেকে আনা হয়েছিল এবং ত্রিপুরার মাধ্যমে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ছিল। সেখানে গন্ধহীন এই ইয়াবা ট্যাবলেটের উচ্চ চাহিদা রয়েছে৷ ওসি জানান, এই পাচার চক্রের মাস্টার মাইন্ড মাহাবুল আলম।তবে তার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং পেছনের সিন্ডিকেট উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।