বক্সনগর, ৮ ডিসেম্বর : বাইক ও টমটমের সংঘর্ষে আহত তিন। দুর্ঘটনাটি ঘটেছে সোনামড়া – মেলাঘর মূল সড়কের গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, সোনামুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা মহরম আলী তাঁর টমটমে তিনজন যাত্রী নিয়ে মেলাঘরে যাচ্ছিলেন। মেলাঘর – সোনামুড়া মূল সড়কে রাঙ্গামাটি স মিল সংলগ্ন গ্যাস গোডাউন এলাকায় আসলে অপর দিক থেকে আসা একটি বাইক টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টমটমে থাকা তিনজন যাত্রী মাটিতে লুটিয়ে পড়েন। বিকট শব্দ হওয়ায় প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে এসে ভিড় জমান। তখন তাদের অবস্থা শোচনীয় দেখে গাড়ি দিয়ে আহত তিনজনকে সোনামুড়া হাসপাতালে পাঠিয়ে দেন।
এদিকে বাইক আরোহী বাইক রেখে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, টমটমের চালকের কোন দোষ নেই। সম্পূর্ণ দোষ বাইকের। পুলিশ বাইক ও টমটম ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে সোনামুড়া থানায়।