উদয়পুর, ৯ ডিসেম্বর : নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার গোমতী নদীর জলে। মৃতের নাম সমীর সাহা। ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুর মধ্যপাড়া এলাকার যুবক সমীর সাহা (৪৫) বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে না যাওয়ায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে রাধা কিশোর পুর থানায় মিসিং ডাইরি করেন। অবশেষে সোমবার উদয়পুরের রাধা কিশোর পুর থানায় খবর আসে কাঁকড়াবন থানাধীন শালগড়ার আমতলী এলাকায় গোমতী নদীতে একটি মৃতদেহ দেখা গেছে।
খবর দেওয়া হয় সমীর সাহার বাড়ির লোকজনকে। তারা ঘটনাস্থলে গিয়ে সনাক্ত করেন মৃতদেহ সমীর সাহার। ঘটনাস্থলে কাঁকড়াবন থানার ওসি পৌঁছেন। পুলিশ এবং পরিবারের লোকজন জানায় সমীর সাহা মানসিক রোগী ছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।