কৈলাসহর, ৯ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাসহরের চণ্ডীপুর ট্রাইজংশনে সমাবেশের আয়োজন করেছে হিন্দু ঐক্য মঞ্চ।
সোমবার সাংবাদিক সম্মেলনে মঞ্চের তরুণ নেতা সন্দীপ দেবরায় জানান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। মন্দির ভাঙচুর, ধর্মীয় নেতাদের হয়রানি এবং আইনজীবীদের উপর হামলার মত ঘটনা ক্রমশ বেড়ে চলেছে।
সমাবেশটি চণ্ডীপুর ট্রাইজংশন থেকে শুরু হয়ে কৈলাসহর প্রেস ক্লাব সংলগ্ন আরকেআই ময়দানে শেষ হবে। সেখানে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছে। সন্দীপ দেবরায় জানান, ধর্মীয় স্বাধীনতা রক্ষায় এবং আটক ধর্ম প্রচারক চিন্ময় প্রভূর মুক্তির দাবিতে এই সমাবেশ সংগঠিত হচ্ছে।
সংগঠনের আহ্বান, সকল সনাতনী হিন্দু এবং মানবাধিকার কর্মী এই আন্দোলনে যোগ দিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। সমাবেশটি সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষার দাবিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংগঠনের নেতারা।