ত্রিপুরায় এফসিআই’র গোডাউনগুলিতে ১৮০ দিনের খাদ্য সামগ্রী মজুত দেখার পরামর্শ দিলেন রাজ্যপাল

আগরতলা, ৯ ডিসেম্বর : সীমান্ত এলাকা ও প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এফ সি আই’র গোডাউনগুলিতে ১৮০ দিনের খাদ্য সামগ্রী মজুত দেখার পরামর্শ দিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সোমবার নন্দননগরস্থিত এফসিআই গোডাউন পরিদর্শনে গিয়ে এই পরামর্শ দেন তিনি। গোডাউন এলাকায় বৃক্ষরোপণ করেন রাজ্যপাল।

রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাজধানীর নন্দননগরস্থিত এফ সি আই’র গোডাউন পরিদর্শনে যান। রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন এফসিআইয়ের কর্মকর্তারা। এদিন এফসিআই গোডাউন চত্বরে বৃক্ষরোপণ করেন রাজ্যপাল। এরপর তিনি এফসিআই গোডাউনটি পরিদর্শন করেন। কিভাবে খাদ্য সামগ্রী মজুত রাখা হয় সেই বিষয় নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে অবগত হন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এফসিআই’র ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রতিটি রাজ্যকে খাদ্যশস্য যোগাড় ও সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। খাদ্যশস্য সংরক্ষণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। রাজ্যপাল জানান, এফসিআই এর গোডাউন ভালো চলছে। বর্তমানে ৯০ দিনের খাদ্য সামগ্রী মজুত থাকতে পারে এফ সি আই’র গোডাউনে। কিন্তু সীমান্ত রাজ্য হওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে খাদ্য সামগ্রীর মজুতের সময়সীমা দ্বিগুণ অর্থাৎ ১৮০ দিন হওয়া উচিত বলে মনে করেন তিনি। সংশ্লিষ্ট বিষয়ে আধিকারিকদের পরামর্শও দেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

এদিন এফসিআই গোডাউন পরিদর্শনে গিয়ে শ্রমিকদের সাথেও কথা বলেন রাজ্যপাল। শ্রমিকরা তাদের বিভিন্ন অসুবিধার কথা রাজ্যপালের সামনে তুলে ধরেন। বিষয়গুলি নিয়ে আধিকারিকদের সাথে কথা বলবেন বলে শ্রমিকদের জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল তাদের সাথে কথা বলায় এফসিআই গোডাউনে কর্মরত শ্রমিকরা বেজায় খুশি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?