আগরতলা, ৯ ডিসেম্বর (হি.স.) : ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল আগরতলার রাধানগর পেট্রোল পাম্প। সোমবার পেট্রোল পাম্পের পাশেই একটি গোডাউনে অগ্নিসংযোগ ঘটে। তাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোডাউনের জিনিসপত্র সহ ঘরটি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনীর দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিয়ে দমকলকর্মী ধন্দে আছেন।
জানা গিয়েছে, সোমবার রাধানগর পেট্রোল পাম্পের পেছন দিকে একটি গোডাইনে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন স্থানীয়রা। সাথে সাথে তারা গোডাউনে দায়িত্ব থাকা ব্যক্তিকে খবর দেয়। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে দমকলবাহিনীরা ঘটনাস্থলে পৌঁছে।দমকলকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখায় গোডাউনের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। কিন্তু আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। ওই অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দমকলকর্মী রতন শীল।