উদয়পুর, ৯ ডিসেম্বর : ১২ এবং ১৩ ডিসেম্বর সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্মেলন উদয়পুর টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন কে সামনে রেখে সারা শহরকে সাজিয়ে তোলার জন্য দলীয় কর্মীরা কাজ শুরু করেছেন বলে জানান সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত।
তিনি সহ বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিতাই বিশ্বাস, নিখিল দাস,রাজীব সেন,শ্রীবাস দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দরা সোমবার উদয়পুর দলীয় কার্যালয়ে সাংবাদিকদ সম্মেলনে বলেন গতকাল রাতে উদয়পুরের কিছু সমাজদ্রোহীরা সম্মেলন উপলক্ষে যে সমস্ত পতাকা, ফ্লেগ সহ ব্যানার লাগানো ছিল সমস্ত কিছু নষ্ট করে দিয়েছ। এই ঘটনা জানিয়ে রাধা কিশোর পুর থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত। তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন।