মোহনপুর, ৯ ডিসেম্বর : কম জমিতে বেশি ফসল উৎপাদনের জন্য বিজ্ঞানভিত্তিক চাষাবাদে কৃষকদের উদ্যোগী হতে আহ্বান জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ। সোমবার মোহনপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
কৃষিমন্ত্রী রতন লাল নাথ আরও বলেন, গ্রাম শক্তিশালী হলে, আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হলে দেশও সমৃদ্ধ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি ও কৃষকদের উন্নয়নে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। রাজ্য সরকারও কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
প্রসঙ্গত, মোহনপুর কৃষি মহকুমা কার্যালয়ের উদ্যোগে এবং ধলাই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধলাই ও ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে বরিষ্ঠ বৈজ্ঞানিক ড. অভিজিৎ দেবনাথ ও ড. রতন দাস মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদের বিষয়ে উপস্থিত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, আইসিএআর এর গভর্নিংবডির সদস্য প্রদীপবরণ রায় প্রমুখ।