উদয়পুর, ৮ ডিসেম্বর : কিছুদিন ধরে উদয়পুর মহকুমার টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে এবং গোমতী জেলা শাসকের কার্যালয়ের বিভিন্ন গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল। যাথারীতি মামলা হয় রাধা কিশোর পুর থানায়। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে।
শনিবার রাতে রাধা কিশোর পুর থানায় ওসি বাবুল দাসের কাছে পৌঁছে ব্যাটারি চুরির সব তথ্য। যথারীতি ওসি বাবুল দাস পুলিশ নিয়ে তৎপরতা শুরু করেন। রাতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস বলেন ব্যাটারি চুরির ঘটনার সাথে জড়িত চারজনকে গ্ৰেফতার কর হয়েছে। তারা হল সুমন মিয়া, গোপাল দাস, রনজিৎ দাস ও মেঘনাথ চক্রবর্তী। চুরি যাওয়া দুটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। বাকিগুলিও উদ্ধার করতে পারবে বলে পুলিশ আশাবাদি। চুরির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিক্সা আটক করেছে পুলিশ।