উদয়পুর, ৮ ডিসেম্বর : রবিবার উদয়পুরস্থিত ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে এক ব্যক্তির মৃত্দেহ উদ্ধার।ল ফিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মহকুমা হাসপাতালের একটি পরিত্যক্ত ঘর থেকে হাসপাতালে সুইপারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত সুইপারের নাম রতন দেবনাথ। তিনি উদয়পুর মহকুমা হাসপাতালে দীর্ঘদিন ধরে সুইপারের কাজ করছেন বলে জানা যায়। মৃত ব্যক্তির বাড়ি উদয়পুরের কয়ালারমাঠ এলাকায়।
মৃত ব্যক্তির ছেলে বাবার জন্য খাবার দিতে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ। সেখান থেকে হাসপাতাল এবং উদয়পুর সুপার মার্কেটে এসে দেখতে না পেয়ে পুনরায় হাসপাতালে এসে ঘরের দরজা খুলে দেখতে পায় তার বাবা রতন দেবনাথ ঘরের এক কোনেতে পড়ে রয়েছে। পরবর্তীতে রতন দেবনাথকে ডাক দিলে উওর না দেওয়া সন্ধেহ হয় ছেলের। সঙ্গে সঙ্গে মহকুমা হাসপাতালে অন্যান্য কর্মীরা এসে দেখতে প্রায় রতন দেবনাথের মুখে রক্তের দাগ রয়েছে। তা দেখে বুঝতে পায় রতন দেবনাথের মৃত্যু হয়েছে।
পরবর্তীতে উদয়পুরের রাধা কিশোর পুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। পুলিশ একটি স্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।