আগরতলা, ৮ ডিসেম্বর : আগরতলা পুর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার এলাকাবাসীর মধ্যে এলইডি বাল্ব বিতরণ করা হয়। মূলত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ২১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস সহ অন্যান্যরা
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় কর্পোরেটর অলক ভট্টাচার্যের কাজ কর্মের প্রশংসা করেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, স্থানীয় কর্পোরেটরের রিপোর্ট কার্ড তুলে ধরা নিঃসন্দেহে সৎ সাহসিকতার পরিচায়ক। এদিন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, সনাতন হিন্দু ধর্মের পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতিকে নিয়ে রসিকতা করা হচ্ছে। কিন্তু আজ যারা বড় বড় কথা বলছেন তাদের মনে রাখা উচিত সেদিন আগরতলা না থাকলে তাদের অস্তিত্বও বিপন্ন হত। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট বিষয়টি আমাদের কাছে এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।