শান্তিরবাজার, ৭ ডিসেম্বর : চিকিৎসা পরিষেবায় শান্তিরবাজারস্থিত দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতালের অনেকটা উন্নয়ন হলেও পরিকাঠামোর দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। বর্তমান জেলা হাসপাতালের দ্বীতল ভবনের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন কাজের পরিত্যাক্ত জল নিচের তলায় পড়ছে। এতে চিকিৎসা পরিষেবা নিতে এসে রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা বিশেষ অসুবিধার সন্মুখিন হচ্ছেন।
জেলা হাসপাতালের চিকিৎসকরাও অক্লান্ত পরিশ্রম করে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করছে। বিগত দিনে এইভাবে জল পড়ার ফলে হাসপাতালের ছাঁদে ও বিভিন্ন জায়গায় মেরামতের কাজ করা হয়েছে। এতে করে শুধুমাত্র ঠিকেদারের পকেট ভারি হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। বাম আমলে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌঁধুরীর জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালটি নিন্মমানের কাজের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। জেলা হাসপাতালের নির্মানের অর্থের অর্ধেক অংশ বাদল চৌঁধুরীর পকেটে গিয়েছে বলে অভিযোগ। যার ফলে বর্তমান সময়ে এর খেসারত দিতে হচ্ছে সাধারণ লোকজনদের। বর্তমানে সকলে চাইছেন শান্তিরবাজার জেলা হাসপাতালের উন্নয়নে রাজ্য সরকার যেন সঠিক পদক্ষপ নেয় কালবিলম্ব না করে।