বিশালগড়, ৭ ডিসেম্বর : লালসিংমূড়ার বংশীবাড়ি এলাকায় খাস ভূমিতে ৯৬০০০ গাঁজা গাছ ধ্বংস করল বিশালগড় থানার পুলিশ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান। গাঁজা কারবারীরা খাস ভুমি দখল করে এই গাঁজা বাগান গড়ে তুলেছিল।
বিশালগড় থানার পুলিশ গোপন খবরে ভিত্তিতে গাঁজা বাগান ধ্বংস অভিযানে নামে। বিশালগড় থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সহ টিএসআর, এসপিও, সিআরপিএফ এবং মহিলা পুলিশ অভিযানে সামিল হন। জানা গিয়েছে, প্রত্যেক বছর এই শীতের মরশুমে গাঁজা কারবারিরা গভীর জঙ্গলে খাস ভূমিক দখল করে এই গাঁজা বাগানগুলি গড়ে তুলে। পুলিশ এই গাঁজা বাগান কারা তৈরি করেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে এই গাঁজা বাগান ধ্বংস অভিযান চালানো হয়েছে শনিবার।