গন্ডাছড়া, ৭ ডিসেম্বর : ৭ ডিসেম্বর ভারতের সশস্ত্র বাহিনী পতাকা দিবস। এই দিনটিকে গোটা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এবারো গোটা দেশের সাথে ছোট্ট রাজ্য ত্রিপুরায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে সশস্ত্র বাহিনী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের এনএসএস ইউনিট সহ সমাজসেবামূলক প্রতিষ্ঠানগুলি।
সশস্ত্র বাহিনী পতাকা দিবসকে সামনে রেখে পথে নামে ধলাই জেলার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট। গত কয়েকদিন যাবৎ এই এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা দুইভাগে বিভক্ত হয়ে সশস্ত্র বাহিনীর তহবিলে আর্থিক সাহায্য দিতে মহকুমার বিভিন্ন অফিস, পথচারি, গাড়ী চালক এবং সকল সাধারণ অংশের মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য প্রার্থনা করেন। এন এস এস -এর আবেদনে সাড়া দিয়েছেন বহু মানুষ। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের প্রোগ্রাম আফিসার ভাস্কর ঘোষ জানান প্রতি বছরের ন্যায় এবারো সশস্ত্র বাহিনী পতাকা দিবসে সক্রিয় রয়েছে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএস এস ইউনিট।