তেলিয়ামুড়া, ৭ ডিসেম্বর : জঙ্গলে লাকড়ি সংঘর্ষ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু পঞ্চাশ বছর বয়সী এক ব্যাক্তির। ঘটনা খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানার অধীন চাকমাঘাটের চামপ্লাইয়ে। মৃত ব্যক্তির প্রদীপ দেববর্মা।
পরিবার পরিজনরা জানিয়েছেন, শুক্রবার চামপ্লাই এলাকার বাসিন্দা প্রদীপ দেববর্মা সহ অপর আরেক ব্যাক্তি জঙ্গলে যায় লাকড়ি সংগ্রহ করতে। কিন্তু অপর ওই ব্যাক্তি সন্ধ্যায় বাড়ি ফিরে আসলেও প্রদীপ দেববর্মা বাড়ি ফিরেনি। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুঙ্গিয়াকামী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এদিকে শনিবার সকালে পরিবারের লোকজন সহ পুলিশ বহু খোঁজাখুঁজির পর জানতে পারে, যে জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল সেই জঙ্গলেই নাকি প্রদীপ দেববর্মার মৃতদেহ পড়ে রয়েছে।
এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় প্রদীপ দেববর্মা নামের পঞ্চাশ বছর বয়সী ওই ব্যাক্তির মৃতদেহ রহস্যজনকভাবে জঙ্গলেই পড়ে রয়েছে। পরবর্তীতে পুলিশ এবং পরিবারের লোকজনদের তৎপরতায় উদ্ধার করে ওই ব্যাক্তিকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। যদিও মৃতদেহে কোন প্রকারের আঘাতের চিহ্ন প্রত্যক্ষ করা যায়নি। এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।