আগরতলা, ৭ ডিসেম্বর : উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এতে তরাম্বিত হচ্ছে ত্রিপুরার উন্নয়ন। শনিবার রাজধানী আগরতলায় সুকান্ত একাডেমিতে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের রাজ্য শাখা ও অন্যান্য দপ্তর আয়োজিত সেমিনারে একথা বলেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ভারতের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই উত্তর-পূর্বাঞ্চলকে উন্নতির শিখড়ে পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে তা সকলের কাছেই দৃশ্যমান। উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম এবং সর্বোত্তম বিমানবন্দর গড়ে তোলা হয়েছে ত্রিপুরায়। পূর্বে ত্রিপুরায় একটি মাত্র জাতীয় সড়ক ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর পরিকল্পনায় কেন্দ্রীয় সহযোগিতায় বর্তমানে ত্রিপুরায় ৬টি জাতীয় সড়ক রয়েছে। আরো তিনটি জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন লাভ করেছে ত্রিপুরা।
শনিবার আগরতলার সুকান্ত একাডেমিতে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ত্রিপুরা শাখা, রাজ্য সরকারের পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, নগরোন্নয়ন দপ্তর ও আগরতলা পুর নিগমের সম্মিলিত উদ্যোগে আয়োজিত ‘উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোর চ্যালেঞ্জ এবং সামনের পথ’ শীর্ষক এক ‘আঞ্চলিক সেমিনারে’ রাজ্যের পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের গৃহীত অন্যান্য পরিকল্পনা এবং তাদের বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন।